ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাইট শেয়ার ছাড়বে সোনারগাঁও টেক্সটাইল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

ঢাকা : সোনারগাঁও টেক্সটাইল পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১১ (একটি শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে এই রাইট শেয়ার ছাড়া হবে।

এছাড়া কোম্পানির কারখানাগুলোর আধুনিকায়ন এবং মোট সম্পদের পুনর্মূল্যায়ন করা হবে।
 
সোনারগাঁও টেক্সটাইলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি রাইট শেয়ারের মূল্য হবে ১০০ টাকা ও প্রিমিয়াম ৫০ টাকা। প্রিমিয়ামসহ একটি রাইট শেয়ারের মূল্য দাঁড়াবে ১৫০ টাকা। তবে যদি কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য কমিয়ে ১০ টাকা নির্ধারিত হয় সেক্ষেত্রে প্রতিটি রাইট শেয়ারের মূল্য ও এর প্রিমিয়াম দাঁড়াবে যথাক্রমে ১০ টাকা ও ৫ টাকা। অর্থাৎ প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য তখন দাঁড়াবে ১৫ টাকা। এই সিদ্ধান্ত কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার এবং রেগুলেটরি অথরিটির অনুমোদনের পর কার্যকর হবে।
 
প্রসঙ্গত, কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা এবং মার্কেট লট ৫০টি থেকে বাড়িয়ে ২৫০টিতে নির্ধারণের একটি প্রস্তাব বর্তমানে এসইসি’র অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
 
কোম্পানির জরুরি সাধারণ সভার (ইজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর। কোম্পানির শেয়ারের রেকর্ড ডেট হচ্ছে ৭ নভেম্বর।

বাংলাদেশ সময় : ২৩৫৮ ঘণ্টা , অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।