ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজার: বেশিরভাগ শেয়ারে ঊর্ধ্বমুখী, বেড়েছে মূলধন-সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
পুঁজিবাজার: বেশিরভাগ শেয়ারে ঊর্ধ্বমুখী, বেড়েছে মূলধন-সূচক

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকার পুঁজিবাজারে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বাজার মূলধন ও সূচক।



রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬৯৯ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে গত টানা চার কার্যদিবসে ডিএসইর সাধারণ মূল্য সূচক বেড়েছে ২২২ দশমিক ৭৫ পয়েন্ট। এদিন লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৪৩৯ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টাকা। এটি আগের দিনের চেয়ে ১৬ কোটি ২ লাখ টাকা বেশি।  

অন্যদিকে গত কয়েকদিন ধরে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বাজার মূলধনও বেড়েছে উল্লেখযোগ্য হারে। রোববার ডিএসইর বাজার মূলধন ২ লাখ ৩২ হাজার ২৪৬ কোটি টাকায় উন্নীত হয়। এ নিয়ে গত চার কার্যদিবসে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৯৪ কোটি টাকা।

বাজারের এই ঊর্ধগতিতে স্বাভাবিকভাবেই দেখছেন বাজার বিশ্লেষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক সালাউদ্দিন আহমেদ খান বাংলানিউজকে বলেন, ‘বাজারে চাহিদার তুলনায় যোগান কম থাকায় শেয়ার বাজার ঊর্ধমুখী হয়ে উঠেছে। তবে বর্তমানে তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় চলে আসায় এই মুহূর্তে সব সময় বাজার উর্ধ্বমুখী থাকে এবং শেয়ারের দাম বাড়াটা স্বাভাবিক। ’

রোববার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- তিতাস গ্যাস, প্রাইম ফাইন্যান্স, পিপলস্ লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লি., লঙ্কাবাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, আরএন স্পিনিং, সামিট পাওয়ার, ইউসিবিএল, বেক্সিমকো লি. ও ইউনিয়ন ক্যাপিটাল।

অন্যদিকে দাম বাড়ার দিক থেকে দিনের প্রধান ১০টি কো¤পানি হলো- মিথুন নিটিং, মুন্নু সিরামিকস, ফিনিক্স ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, দুলামিয়া কটন, ডেল্টাব্র্যাক হাউজিং, স্ট্যান্ডার্ড সিরামিক, এশিয়া প্যাসেফিক, প্যারামাউন্ট ইন্সুরেন্স ও সোনালী আঁশ।

দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো-  আনোয়ার গ্যালভানাইজিং, ৭ম আইসিবি, এপেক্স স্পিনিং, অগ্নি সিস্টেম, হাক্কানী পাল্প, আইএসএন লি., আইসিবি, ৮ম আইসিবি, ৬ষ্ঠ আইসিবি, ৫ম আইসিবি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad