ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গণমাধ্যমের উন্নয়নে ব্যাংকগুলো তেমন ভূমিকা রাখছে না: গভর্নর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
গণমাধ্যমের উন্নয়নে ব্যাংকগুলো তেমন ভূমিকা রাখছে না: গভর্নর

যশোর: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণমাধ্যম। অথচ এই খাতে উন্নয়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক তেমন ভূমিকা রাখে না।



রোববার সকালে যশোর প্রেসক্লাব পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যশোর বন্যামুক্ত অঞ্চল। সেক্ষেত্রে এখানে কৃষিতে বিপ্লব আনা সম্ভব। কৃষি থেকেই এখানে প্রবৃদ্ধির হার বাড়ানো সম্ভব। ’

গর্ভনর ন্যাশনাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘জামালপুরে মহিলা উদ্যোক্তাদের যে মডেল আপনারা উপস্থাপন করেছেন, যশোরেও তা বাস্তবায়ন করুন। ছয় মাসের মধ্যে কমপক্ষে ৫০ নারী উদ্যোক্তাকে যদি ওইভাবে দেখাতে পারেন তাহলে আমি আবারও যশোরে আসবো। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।