ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে ব্রুকনার মেশিনের সাফল্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০
বাংলাদেশে ব্রুকনার মেশিনের সাফল্য

ঢাকা : জার্মানির ব্রুকনার টেক্সটাইল টেকনোলোজিস ২০০৫ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে এ পর্যন্ত বিভিন্ন ফ্যাক্টরিতে সরবরাহ ও স্থাপন সম্পন্ন করেছে শতাধিক টেক্সটাইল ফিনিশিং মেশিন।

কোম্পানির বাংলাদেশের পরিবেশক প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেড এ উপলক্ষ্যে  শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।



সম্মেলনে ব্রুকনার টেক্সটাইল টেকনোলোজিস জার্মানির সিইও রেজিনা ব্রুকনার তার কোম্পানির ইতিহাস ও সাফল্য তুলে ধরেন।

মেশিনের গুণগত বৈশিষ্ট্য ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবাই এ সাফল্যের কারণ বলে তিনি উল্লেখ করেন।

প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দিন মেশিনের দক্ষতা বর্ণনা করে বলেন, ‘এটি প্রতিদিন ১০ থেকে ১২ টন ফেব্রিকস উৎপন্ন করে যা অন্য কোম্পানির মেশিনের তুলনায় অনেক বেশি। ’

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেডের চেয়ারম্যান সাহাদত হোসেনসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।