ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ার বাজারের টুকরো খবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০
শেয়ার বাজারের টুকরো খবর

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল পলিমারের পরিচালনা পরিষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।


 
কোম্পানির অর্থবছর শেষ হয়েছে গত ৩০ জুন। আলোচ্য বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৪.২৭ টাকা এবং শেয়ার প্রতি মোট সম্পদমূল্য (এনএভি) হচ্ছে ৪২৯.৮৬ টাকা।

আগামী ১১ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানির শেয়ারের রেকর্ড ডেট হচ্ছে ২৬ অক্টোবর।  

৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে ইউনাইটেড এয়ারওয়েজ

ইউনাইটেড এয়ারওয়েজ-এর পরিচালনা পরিষদ এর শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। একইসঙ্গে কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ও মার্কেট লট পরিবর্তনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির অর্থবছর শেষ হয়েছে গত ৩০ জুন।  

কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য একশ টাকা থেকে দশ টাকায় নামিয়ে আনা এবং মার্কেট লট ৫০টি থেকে ২শ’টিতে উন্নীত করা হবে।

এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ৩শ’ কোটি টাকা থেকে এক হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

আগামী ৭ ডিসেম্বর কোম্পানির ইজিএম ও এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানির শেয়ারের রেকর্ড ডেট হচ্ছে ২৭ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।