ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারের অতি মূল্যায়ন রোধে ক্রেডিট রেটিং বাধ্যতামূলক করার পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০
শেয়ারের অতি মূল্যায়ন রোধে ক্রেডিট রেটিং বাধ্যতামূলক করার পরামর্শ

ঢাকা: পুঁজিবাজারের লাগামহীন ঊর্ধ্বগতি রোধে অবিলম্বে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতামূলক হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

একই সঙ্গে শেয়ারের অতি মূল্যায়ন রোধে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং বাধ্যতামূলক করতে হবে।

সোমবার  ক্রেডিট রেটিং পরিমাপকারী প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শেরাটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান ও এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ‘ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড’-এর চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ।

বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ‘বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। ক্রেডিট রেটিং-এর ফলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। এর ফলে খেলাপি ঋণের প্রবণতাও কমবে। ’

গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘আমানতকারীদের স্বার্থ রক্ষার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কারো সঙ্গেই আপোস করবে না। ঝুঁকি কমিয়ে আনতে এরই মধ্যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট’ গঠন করা হয়েছে। ’
 
তবে ক্রেডিট রেটিং কোম্পানিকে সব কিছুর ঊর্ধ্বে উঠে নির্মোহ ও নিরপেক্ষভাবে ক্রেডিট রেটিং করতে হবে বলেও জানান তিনি।

গভর্নর বলেন, ‘আপনাদের মূল্যায়ন দেখেই জনগণ বিনিয়োগ করবে। সূতরাং আপনাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। ’

এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, ‘দেশের পুঁজিবাজারের যে অবস্থা এতে করে এই মুহূর্তে এর লাগাম টেনে ধরতে সতর্কতামূলক পদক্ষেপ প্রয়োজন। নতুবা বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ’

পুঁজিবাজারকে রক্ষায় তিনি অবিলম্বে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন।

খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক ও এসইসি তাদের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রেডিট রেটিং বাধ্যতামূলক করে দিতে পারে। বিশেষত শেয়ারের লাগামহীন মূল্য রোধে এসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য ক্রেডিট রেটিং বাধ্যতামূলক করতে পারে। এতে করে বিনিয়োগকাররীরা ভাল-মন্দ বুঝে বিনিয়োগ করতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।