ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৪ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

বেনাপোল: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ১৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে পণ্য আমদানি-রপ্তানি।

বন্দর সূত্র জানায়, পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ অংশের পেট্রাপোল স্থলবন্দরে চারদিন ছুটি ঘোষণা করায় সেখানকার শুল্ক কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহাকারীদের অনুরোধে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে।



সূত্র আরও জানায়, বুধবার বিকেলের পর থেকেই বন্ধ হয়ে যাবে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া। তবে বন্দর-অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বুধবার দুপুরে বাংলানিউজকে জানান, ভারতীয় পেট্রাপোল কিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী মঙ্গলবার বিকেলে এক চিঠিতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৪ দিনের জন্য বন্ধ রাখার অনুরোধ করেছেন।

এদিকে, ভারতীয় শুল্ক কর্তৃপও বেনাপোল শুল্ক কর্তৃপকে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা জানিয়েছেন বলে বাংলানিউজকে জানান বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আজিজুর রহমান।

তবে এ সময় দু‘দেশের পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

১৮ অক্টোবর সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আবারও স্বাভাবিকভাবে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বন্দরের একটি সূত্র জানায়, এমনিতেই বেনাপোল বন্দরে পণ্যজট লেগেই আছে। তার ওপর একটানা ৪ দিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলে পণ্যজট মারাত্মক আকার ধারণ করবে।

দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। আমদানি-রপ্তানি থাকায় ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনে এর ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।