ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেষ হলো ইডেক্সেলস বিটিইসি ফেয়ার-২০১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

ঢাকা: বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়ে গেল দুইদিন ব্যাপী ‘ইডেক্সেলস বিটিইসি ফেয়ার-২০১০’।

লণ্ডনভিত্তিক শিক্ষাবোর্ড ইডেক্সেলস-এর আয়োজনে গত ২০ অক্টোবর ঢাকা বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শুরু হয়েছিল এ শিক্ষা মেলা।



বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে শেষ হয় পুরো আয়োজনটি।

এ বিষয়ে মেলার আয়োজক ইডেক্সেলস-এর আঞ্চলিক (বাংলাদেশ) প্রতিনিধি শাহীন রেজা বাংলানিউজকে বলেন, ‘প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এ শিক্ষা মেলা। এবার আমরা প্রচুর সাড়া পেয়েছি। মেলায় দুই দিনে প্রায় দুই হাজার শিক্ষার্থীর সমাগম ঘটেছে। সামনে ইচ্ছে আছে আরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আয়োজন করার। ’

শিক্ষা মেলায় যুক্তরাজ্য যেতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের পদচারণাই ছিল বেশি। আর সে কারণে ১৬টিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ তাদের সুযোগ-সুবিধার চিত্র তুলে ধরে স্টল দেয়। যে সব প্রতিষ্ঠান মেলায় অংশ অংশগ্রহণ করে, সেগুলোর মধ্যে রয়েছে- অ্যারোনোটিক্যাল কলেজ অব বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ, সেন্টার ফর হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, ফিউচার ইডি, সেফস, শান্তা-মারিয়াম ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড বিজনেস, বেক, কলেজ অব এভিয়েশন টেকনোলজি, লন্ডন কলেজ অব বিজনেস স্টাডিজ, শিকদার কলেজ অব টেক্সাটাইল অ্যান্ড ফ্যাশন টেকনোলজি, ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, টিসাইড ইউনিভার্সিটি ইউকে, শিফিল্ড হেলাম ইউনিভার্সিটি ও পেরামা পাবলিশার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটর।

মেলায় সাড়া পাওয়া প্রসঙ্গে কলেজ অব এভিয়েশন টেকনোলজি-এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, ‘আমাদের এখানে যারা এসেছেন, তাদের প্রত্যেকের আগ্রহ ছিল এয়ার হোস্টেস, বিমান ক্রু বা এ সংক্রান্ত কোনো পড়ালেখা বা চাকরির খবরাখবর জানা। আমরা মোটামুটি সাড়া পেয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।