ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম বন্দর পরিস্থিতি স্বাভাবিক, কাজ চলছে

তপন চক্রবর্তী, চট্টগ্রাম ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০
চট্টগ্রাম বন্দর পরিস্থিতি স্বাভাবিক, কাজ চলছে

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। বুধবার রাত থেকেই বন্দরের বহির্নোঙর ও ১২ টি বার্থে পুরোদমে কাজ চলছে।



বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন দুপুরে বাংলানিউজকে বলেন, ‘বন্দরের বর্হিনোঙর ও বার্থে স্বাভাবিক কাজ চলছে। কোথাও কোনো অসুবিধে হচ্ছে না। ’

প্রসঙ্গত: ডক বন্দর শ্রমিক কর্মচারীদের আন্দোলনে বন্দর অচল হয়ে পড়লে সরকার বন্দরে সেনা মোতায়েন ও বন্দর এলাকায় ১৪৪ ধারা জারি করে।

এর আগেই মঙ্গলবার রাত থেকে নৌমন্ত্রী শাহজাহান খান সমস্যা সমাধানে দফায় দফায় বন্দর কর্তৃপক্ষ, আইনশৃংখলা বাহিনী, বার্থ অপারেটর ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বুধবার সন্ধ্যায় বন্দরে সেনা মোতায়েনের পর ১২ টি বার্থে পর্যায়ক্রমে কাজ শুরু হতে থাকে। বন্দরের বার্থে কাজ শুরুর পর নৌমন্ত্রী নিজেই তা পরিদর্শন করেন।

এর আগে সোমবার রাতে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘটে যান শ্রমিকরা।

বাংলাদেশ সময় ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।