ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যমুনার তীর রক্ষা-নাব্যতা বৃদ্ধিতে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
যমুনার তীর রক্ষা-নাব্যতা বৃদ্ধিতে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ঢাকা: যমুনা নদীর তীর রক্ষা ও নাব্যতা বৃদ্ধিতে বাংলাদেশকে ১০ কোটি ২০ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিসের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই দিন বিশ্বব্যাংক এ ঋণ অনুমোদন দেয়।

বিশ্বব্যাংক যমুনা নদীতীর সুরক্ষা, নাব্যতা বৃদ্ধি, নদীতীরের মানুষদের বাস্তুচ্যুত হওয়া থেকে রক্ষা করা, তাদের জীবনযাত্রার মান বাড়ানো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করতে এ ঋণ অনুমোদন করেছে।

যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১ এর প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো— নদীপথগুলোর নাব্যতা বৃদ্ধি করা, যাতে করে সারা বছর পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে। এতে করে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে।

নদীভাঙন এবং বন্যা থেকে প্রতিবছর প্রায় আড়াই হাজার হেক্টর জমি রক্ষা করা সম্ভব। এ অর্থায়নের ফলে স্থানীয় জনগণের জীবন-জীবিকা ও সম্পদের সুরক্ষা এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।