ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৬ কোম্পানিকে এসইসির সতর্ক নোটিশ

এসএম গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
৬ কোম্পানিকে এসইসির সতর্ক নোটিশ

ঢাকা: নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডিং ও উৎপাদন সংক্রান্ত কোনও তথ্য জমা না দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানিকে সতর্ক নোটিশ পাঠিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
 
সোমবার এ চিঠি পাঠানো হয় বলে এসইসি সূত্র নিশ্চিত করে।



একই অভিযোগে আরও কয়েকটি কোম্পনিকে শিগগিরই সতর্ক নোটিশ পাঠানো হবে বলেও জানায় সূত্রটি।

নোটিশ পাঠানো হয়েছে আশরাফ টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক, বিডি প্লান্টেশন, সজীব নিটওয়্যার, কাশেম সিল্ক ও কাশেম টেক্সটাইল।
 
উল্লেখ্য, তালিকাভুক্ত কোম্পানিকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের সব তথ্য এসইসিকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে।

এ তথ্যগুলোর মধ্যে থাকবে কোম্পানির পরিচালক বা স্পন্সরদের শেয়ার বিক্রি, কোম্পানির উৎপাদন, লাভ লোকসানের হিসাব।

এমনকি কোনও মাসে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকরা শেয়ার কেনাবেচা না করলেও কিংবা অন্য কোনও তথ্য না থাকলেও তা এসইসিকে জানাতে হবে।

নোটিশ পাওয়া কোম্পানিগুলো গত ১০ আগস্টের মধ্যে জুলাই মাসের কোনও তথ্য এসইসিতে দাখিল করেনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।