ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পোশাক কারখানায় নিরাপদ ভবন নির্মাণে ৫% সুদে  ঋণ দেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
পোশাক কারখানায় নিরাপদ ভবন নির্মাণে ৫% সুদে  ঋণ দেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

ঢাকা: শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাতে নিরাপত্তা নিশ্চিত, পরিবেশ ও সামাজিক অবস্থার উন্নতি করতে ৫ শতাংশ সুদহারে ঋণ দেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।  

বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম টু সাপোর্ট সেফটি রিট্রোফিটস অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস ইন বাংলাদেশি আরএমজি সেক্টর প্রজেক্টের (এসআরইইউপি) আওতায় এ ঋণ কার্যক্রম সম্পাদিত হবে।

 

এ জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি ব্যাংকটি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।  

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মনি শংকর কুন্ডু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. কবির আহমেদ, অতিরিক্ত পরিচালক নওশাদ মোস্তফা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ওবায়দুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির আহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
জেডএ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।