ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আসছে আরও ৩ কোম্পানির বুক বিল্ডিং শেয়ার

এসএম গোলাম সামদানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জুন ২৮, ২০১০

ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে আবেদন করেছে আরও তিনটি কোম্পানি। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে এসইসি সূত্রে জানা গেছে।

কোম্পানি তিনটির প্রসপেক্টাস পরীক্ষা নিরীক্ষা করছে এসইসি।

এপ্রিল মাসের বিভিন্ন সময়ে কোম্পানি ৩টি বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসার জন্য এসইসিতে আবেদন করে।

আবেদনকারী কোম্পানিগুলো হলো মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ, এলিয়েন্স হোল্ডিংস ও এমআই সিমেন্ট।

এসইসি’র নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, বুক বিল্ডিংয়ের মাধ্যমে আবেদন করা এ কোম্পানিগুলো নিয়ে পর্যালোচনা চলছে। এখনও কোনো ত্রুটি পাওয়া যায়নি।

খুব শিগগিরই এ কোম্পানিগুলো অনুমোদন পেতে পারে বলেও জানান তিনি।
 
জানা গেছে, গত ৫ এপ্রিল মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিও আবেদন করে। বুক বিল্ডিংয়ের মাধ্যমে তিন কোটি শেয়ার ছাড়ার অনুমোদন চেয়েছে কোম্পানিটি। ১০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানির প্রতিটি শেয়ারের ইন্ডিকেটিভ প্রাইস ৬৪ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কোম্পানিটির আইপিও-পূববর্তী পরিশোধিত মূলধন পাঁচ কোটি চার লাখ টাকা এবং আইপিও-পরবর্তী মূলধন ধরা হয়েছে আট কোটি চার লাখ টাকা।

১৮ এপ্রিল এলিয়েন্স হোল্ডিংস লিমিটেড বুক বিল্ডিং পদ্ধতির তিন কোটি ৫০ লাখ শেয়ার ছাড়ার অনুমোদন চেয়ে এসইসিতে আবেদন করে। এ কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের ইন্ডেকেটিভ প্রাইস ৯৮ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। এলিয়েন্স হোল্ডিংস লিমিটেডের আইপিও-পূর্ববর্তী পরিশোধিত মূলধন এক কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। আইপিও-পরবর্তী পরিশোধিত মূলধন ১৩ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে।

এমআই সিমেন্ট লিমিটেড আইপিও আবেদন করে ২৮ এপ্রিল। বুক বিল্ডিংয়ের মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানি প্রতিটি শেয়ারের ইন্ডিকেটিভ প্রাইস ৯৩ টাকা করার প্রস্তাব করা হয়েছে।   কোম্পানিটি তিন কোটি শেয়ার আইপি’র মাধ্যমে বাজারে ছাড়বে।   কোম্পানির আইপিও-পূববর্তী পরিশোধিত মূলধন সাত কোটি টাকা এবং আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন ধরা হয়েছে ১০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা জুন ২৭,২০১০
জিএস/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad