ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি ব্যাংকের এমডি হওয়ায় শওকত আলী খানকে বসুন্ধরা ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জুন ২০, ২০২৩
কৃষি ব্যাংকের এমডি হওয়ায় শওকত আলী খানকে বসুন্ধরা ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা

বিশিষ্ট ব্যাংকার মো. শওকত আলী খান সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এ উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

 

তার পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন বসুন্ধরা গ্রুপের মহাব্যবস্থাপক (ফিন্যান্স) ম. নুরুল আলম ও মো. বাকীউল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খান ইকবাল হোসেন।  

মো. শওকত আলী খান এর আগে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন।

তিনি ১৯৯৮ সালে রূপালী ব্যাংক এ সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ২০, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।