ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এক ঘণ্টা দেরিতে ডিএসই’র লেনদেন শুরু

স্টাফ করেসপণ্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, জুন ২৮, ২০১০
এক ঘণ্টা দেরিতে ডিএসই’র লেনদেন শুরু

ঢাকা: ইন্টারনেট সংযোগের তার পুড়ে যাওয়ার কারণে আজ সোমবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

ডিএসই ভবনের বিপরীত দিকে ইস্পাহানী ভবনের সামনে ভোর ছয়টার দিকে আগুন লাগলে ডিএসইর ইন্টারনেট সংযোগলাইনের কিছু অংশ পুড়ে যায়।

এ কারণে সকাল ১১টা থেকে লেনদেন শুরু করা সম্ভব হয়নি।

দুপুর ১২টায় বিকল্প ডায়াল আপ পদ্ধতিতে সার্ভার চালু করা হয়।

দিনের প্রথমভাগে এক ঘণ্টা বিলম্বিত হওয়ায় বিকাল সাড়ে তিনটা পর্যন্ত লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ঢাকার পুঁজিবাজারে অন্যান্য দিনের তুলনায় আজ আধঘণ্টা কম লেনদেন হবে ।

সকালে লেনদেন শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ডিএসই’র পক্ষ থেকে লেনদেন শুরু না হওয়ার কারণ জানিয়ে সদস্য ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের ধৈর্য্য ধরার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০১০
জিএস/এসএফ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।