ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কৃষিখাতের উন্নয়নে বহুমুখি ব্যবস্থা নিয়েছে সরকার: বিবি গর্ভনর

আবুল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
কৃষিখাতের উন্নয়নে বহুমুখি ব্যবস্থা নিয়েছে সরকার: বিবি গর্ভনর

গাজীপুর: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমান বলেছেন, কৃষিখাতের উন্নয়নের জন্য সরকার বহুমুখি ব্যবস্থা গ্রহণ করেছে। এজন্য বাংলাদেশ ব্যাংক অধিকতর বিস্তৃত কৃষি/ পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করেছে।


এ নীতিমালায় বাংলাদেশ ব্যাংক প্রচলিত খাতের পাশাপাশি নতুন নতুন খাতে ( কমলা, আগর, স্ট্রবেরি, পান, মধু চাষ, টিস্যু কালচার ও উচ্চমূল্যের ফসল চাষের জন্য) ঋণ দেওয়ার কথা বলা হয়েছে।

শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসন চত্তরে বাংলাদেশ কৃষি ব্যাংক আয়োজিত কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গর্ভনর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এরইমধ্যে প্রান্তিক, ক্ষুদ্র কৃষক ও বর্গাচাষীদের সহজ পদ্ধতিতে ঋণ দেওয়া, সৌর শক্তি চালিত সেচ যন্ত্র কেনা, সমন্বিত গরু পালন ও বায়োগ্যাস প্লান্ট স্থাপনসহ নির্দিষ্ট ফসলের জন্যে( ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসল) ২ শতাংশ হারে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী মাস থেকে রাষ্ট্রায়ত্ব বাংকগুলো কৃষকদের মাঝে ঋন বিতরণ শুরু করবে বলেও তিনি জানান।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের জি এম সৈয়দ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোক্তার হোসেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।   অনুষ্ঠান শেষে গভর্নর ২০৮ জন কৃষকের মাঝে প্রায় ৬১লাখ টাকা ঋণের মঞ্জুরিপত্র বিতরণ করেন।

এর আগে শনিবার দুপুরে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া কলেজ মাঠে গভর্ণর আতিউর রহমান ‘শ্রীপুর বায়ো গ্যাস পল্লী’ ও ট্রাষ্ট- সুফলা বাংলাদেশ’ প্রকল্পের উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর ৩-আসনের সংসদ সদস্য আ্যাডভোকেট রহমত আলী , শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ নাগ, ডিএফআইডির কান্ট্রি ডিরেক্টর ক্যাথেরিনা মার্টিন, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার প্রমুখ।

এসময় বায়োগ্যাস খাতে ৫৫ জন উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ৬০লাখ টাকা এবং অন্য এসএমই খাতে ১ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।