ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সয়াবিন-পাম তেল আমদানিতে ভ্যাট সুবিধার মেয়াদ ফের বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, জানুয়ারি ৩, ২০২৩
সয়াবিন-পাম তেল আমদানিতে ভ্যাট সুবিধার মেয়াদ ফের বাড়ল

ঢাকা: ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ে ভ্যাট সুবিধার মেয়াদ আবারো বাড়ানো হয়েছে। এই নিয়ে তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হলো।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ে ভ্যাট সুবিধার মেয়াদ ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।  

এর আগে গত ১৪ মার্চ এনবিআর প্রজ্ঞাপন জারি করে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে। এর দুই দিন পরে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়।  

তখন এর মেয়াদ ঠিক করা হয় ৩০ জুন পর্যন্ত। পরে ৩ জুলাই আরেকটি প্রজ্ঞাপনে ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। দ্বিতীয় দফায় এই মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় এনবিআর।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।