ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বপ্ন এখন সাভার থানা রোডে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ডিসেম্বর ৩১, ২০২২
স্বপ্ন এখন সাভার থানা রোডে

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন সাভার থানা রোডে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- এনাম মেডিকেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনোয়ার-উল-কাদের নাজিম (পিএইচডি), মো. শহিদ উল্লাহ, সাবেক কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়, সাভারের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, স্বপ্নর হেড অব এক্সপ্যানশন মোহাম্মদ জহিরুল ইসলাম , রিজিওনাল ম্যানেজার অব অপারেশন মো. সাজিদ আহমেদ, আউটলেট অপারেশন ম্যানেজার মো. রায়হান, প্রজেক্ট ডেভলপমেন্টের সিনিয়র ম্যানেজার সঞ্জয় কুমার শীলসহ অনেকে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৪টি জেলায়। সাভার থানা রোডে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

নতুন এ আউটলেটের ঠিকানা:  ৮/বি, তালবাগ,সাভার থানা রোড (এনাম মেডিকেল কলেজের বিপরীতে), সাভার, ঢাকা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।