ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

‘৩০ সেপ্টেম্বরের পর আয়কর রিটার্নের সময় বাড়ানো হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
‘৩০ সেপ্টেম্বরের পর আয়কর রিটার্নের সময় বাড়ানো হবে না’

ঢাকা: আগামী ৩০ সেপ্টেম্বরের পর আয়কর রিটার্নের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ।

জাতীয় রাজস্ব ভবনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ২০১০-২০১১ অর্থবছরের আগস্ট পর্যন্ত রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, ‘দেশের অর্থনীতির অবস্থা এখন অনেক ভালো। আমদানি ভালো হয়েছে। স্থানীয় পর্যায়ে ব্যবসায়ী লেনদেনও ভালো। একারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ২৫.৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর বোর্ড সদস্য ফরিদ উদ্দিন আহম্মেদ, জাহান আরা সিদ্দিকী, খন্দকার আমিনুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।