ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সরকারের ১৮ মাস

প্রকল্প অনুমোদন ৩২৯টি, অর্থ বরাদ্দ ৯৬ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০
প্রকল্প অনুমোদন ৩২৯টি, অর্থ বরাদ্দ ৯৬ হাজার কোটি টাকা

ঢাকা: বর্তমান সরকারের আঠারো মাসে একনেকে প্রায় ৯৬ হাজার কোটি টাকার ৩২৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের লিখিত প্রশ্নের জবাবে সোমবার পরিকল্পনা মন্ত্রীর অনুপস্থিতিতে তথ্যমন্ত্রী আব্দুল কালাম আজাদ এ তথ্য দেন।



তিনি বলেন, বর্তমান মহাজোট সরকার মতায় আসার পর থেকে গত ২৪ আগস্ট পর্যন্ত একনেকে ৯৫ হাজার ৮০৬ কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকার ৩২৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ২৭৭টির বিপরীতে চলতি ২০০১-১১ অর্থ বছরে ১৫ হাজার ৫২৯ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৫৭টি প্রকল্পে এখনো কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।

সংসদকে জানানো হয়, প্রকল্পগুলোর মধ্যে ‘৮৩০ মেগাওয়াট পিকিং পওয়ার প্ল্যান্ট’ স্থাপন প্রকল্পে সর্বোচ্চ ৬ হাজার ৯৫৯ কোটি ৮৫ লাখ ৭২ হাজার টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। চলতি বছরে এ প্রকল্পে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪ হাজার ৬৯১ কোটি ১৩ লাখ টাকার বিপরীতে এ বছর অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ৪০৯ কোটি ২২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad