ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঢাকা শেয়ার বাজারের আরও কিছু খবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০
ঢাকা শেয়ার বাজারের আরও কিছু খবর

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ারের দর সম্প্রতি অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

সোমবার কোম্পানিগুলোর পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-কে এ তথ্য জানানো হয়।


     
কোম্পানিগুলো হচ্ছে, ফিনিক্স ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও আর এন স্পিনিং মিলস।

সম্প্রতি শেয়ারের দর অস্বাভাবিক বেড়ে গেলে কোম্পানিগুলোর কাছে এর কারণ জানতে চায় ডিএসই।

দু’টি কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত দু’টি কোম্পানির শেয়ার লেনদেন সোমবার স্থগিত ঘোষণা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

কোম্পানি দুটি হচ্ছে অলটেক্স ও আনলিমা ইয়ার্ন।

সম্প্রতি এ দুটি কোম্পানির শেয়ারের মূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ তদন্ত করে দেখবে এসইসি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোম্পানি দু’টির শেয়ারের লেনদেন স্থগিত করা হয়েছে।

গ্রিন ডেল্টার অভিহিত মূল্য পরিবর্তনে এসইসি’র সম্মতি  

শেয়ারের অভিহিত মূল্য ও মার্কেট লট পরিবর্তনে এসইসি’র সম্মতি পেয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। সোমবার কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।  

কোম্পানির প্রস্তাব অনুযায়ী, এর শেয়ারের অভিহিত মূল্য একশ টাকা থেকে কমিয়ে ১০ টাকা এবং মার্কেট লট ১০টি থেকে বাড়িয়ে একশ করা হচ্ছে।  

মার্চেন্ট ব্যাংক খুলবে প্রাইম ফাইন্যান্স

মার্চেন্ট ব্যাংক খোলার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত  আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর পরিচালনা পরিষদ।

‘প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড’ নামে মূল প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এই মার্চেন্ট ব্যাংক খোলা হবে।

প্রস্তাবিত এই মার্চেন্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধন হবে যথাক্রমে আড়াইশ এবং একশ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।