ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

২টি কোম্পানির শেয়ার ৬ মাসের মধ্যে বাজারে আসবে -শিল্পমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০
২টি কোম্পানির শেয়ার ৬ মাসের মধ্যে বাজারে আসবে -শিল্পমন্ত্রী

ঢাকা: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘আগামী ৬ মাসের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) কমপে ২টি কোম্পানির শেয়ার বাজারে আসবে। ’

তিনি সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ. মারিয়ার্টি’র সাথে বৈঠককালে এ কথা বলেন।



শিল্পমন্ত্রী জানান, ‘কোম্পানি ২টির শেয়ার বাজারে ছাড়ার বিষয়ে ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া শিল্পখাতের প্রবৃদ্ধি বাড়াতে বর্তমান সরকার দেশে শক্তিশালী বেসরকারিখাত গড়ে তোলার ল্য নিয়ে কাজ করে যাচ্ছে। ’

শিল্প মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈঠকে জাতীয় শিল্পনীতি-২০১০-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সৌহার্দ্যপূর্ণ শ্রম পরিবেশ, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, বিশেষায়িত শিল্পাঞ্চলে বিনিয়োগ, হাইটেক শিল্পপার্ক স্থাপনসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়। ’  

বৈঠকে আমেরিকার রাষ্ট্রদূত জাতীয় শিল্পনীতি-২০১০-এর প্রশংসা করে বলেন, ‘নতুন শিল্পনীতির আলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিলে বাংলাদেশের শিল্পায়ন কার্যক্রম গতিশীল হবে। ’ তিনি বাংলাদেশের শিল্পখাতের উৎপাদনশীলতা বাড়াতে সৌহার্দ্যপূর্ণ শ্রমিক-মালিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বাংলাদেশের শিল্পকারখানায় উন্নত কর্মপরিবেশ সৃষ্টির জন্য তিনি সরকার, শ্রমিক ও মালিক পরে সমন্বয়ে ত্রিপীয় যোগাযোগ ও আলোচনার পরামর্শ দেন।
 
রাষ্ট্রদূত বলেন, ‘শিল্পখাতে দ্রুত প্রবৃদ্ধি ঘটাতে বাংলাদেশ তথ্য-প্রযুক্তিসহ অন্যান্যখাতে হাইটেক শিল্প পার্ক স্থাপন করতে পারে। ’ দ্রুত বিশেষায়িত শিল্পাঞ্চল স্থাপন বাংলাদেশের শিল্পায়ন কার্যক্রম গতিশীল করবে বলেও তিনি মন্তব্য করেন।
 
শিল্পমন্ত্রী বলেন, ‘বেসরকারিখাত বিকাশের জন্য বর্তমান সরকার নতুন শিল্পনীতির আলোকে প্রয়োজনীয় লজিস্টিক ও অবকাঠামোগত সুবিধা দেবে। ’

তিনি বলেন, ‘বিশেষায়িত শিল্পাঞ্চলগুলোতে স্থানীয়, প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ নিশ্চিত করা হবে। সরকার শিল্পাঞ্চলে বিদ্যুৎ ঘাটতি মেটাতে চট্টগ্রাম ও খুলনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। ’

এ সময় শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী এবং আমেরিকান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।