ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতামূলক র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, নভেম্বর ১৪, ২০২১
বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতামূলক র‌্যালি

আগরতলা (ত্রিপুরা): বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ত্রিপুরা ডায়াবেটিস ফোরামের উদ্যোগে রোববার (১৪ নভেম্বর) রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ত্রিপুরার ক্ষুদে দাবাড়ু আর্শিয়া দাস সবুজ পতাকা উড়িয়ে কর্মসূচির সূচনা করে। এ সময় স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডায়াবেটিস রোগ থেকে রক্ষা পাওয়ার উপায় সম্বলিত বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন।

প্রসঙ্গত, প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশে দিবসটি পালিত হয়। ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।