ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় তৃণমূলের ১১ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, আগস্ট ৮, ২০২১
ত্রিপুরায় তৃণমূলের ১১ নেতা গ্রেফতার

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরায় করোনা কারফিউ চলাকালীন সময়ে বিক্ষোভ প্রদর্শন করার অভিযোগে ১১ জন তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেফতার করা হয়েছে।  

গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ্ত রাহা, জয়া দত্ত, আশীষ লাল সিংহসহ অন্যান্যরা।

রোববার (৮ আগস্ট) সকালে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সুদীপ্ত রাহা তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন।  

তিনি উল্লেখ করেন পুলিশ তাদেরকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে গেছে, তাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে। তবে, এই বিষয়ে পুলিশ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলছে না। তাদেরকে গ্রেফতারের পর পুলিশ খোয়াই হাসপাতালে নিয়ে যায় শারীরিক পরীক্ষা করার জন্য।  

পুলিশ সূত্রে জানা গেছে, এদিনই তাদের আদালতে তোলা হবে।  

এদিকে দলীয় কর্মীদের ওপর আক্রমণ ও গ্রেফতারের খবর পেয়ে ত্রিপুরায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন এবং কুণাল ঘোষ। এরমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে আসবেন বলে জানা যাচ্ছে। সবমিলিয়ে ত্রিপুরা রাজ্যের রাজনীতি এখন উত্তাল হয়ে আছে।  

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।