ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ৪৭ লাখ রুপির গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, জুলাই ৯, ২০২১
ত্রিপুরায় ৪৭ লাখ রুপির গাঁজা জব্দ ...

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা পুলিশের মাদক বিরোধী অভিযানে আগরতলা থেকে বর্হিঃরাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) পশ্চিম জেলার জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুমন দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৮ নম্বর জাতীয় সড়কের জিরানিয়া বাজার সংলগ্ন এলাকায় গাড়ি তল্লাশি চালান।

এই সময় একটি ট্রাককে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি দ্রুতগতিতে কিছু দূর গিয়ে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৩ প্যাকেটে মোট ৪৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়। গাঁজাগুলির বাজার মূল্য প্রায় ৪৭ লাখ ৫০ হাজার রুপি।

পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও মাদক বিরোধী আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এবং গাড়ির চালক কেউ খুঁজে বের করার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।