ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরাকে নেশা মুক্ত করার আহ্বান মুখ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ২৬, ২০২১
ত্রিপুরাকে নেশা মুক্ত করার আহ্বান মুখ্যমন্ত্রীর ...

আগরতলা (ত্রিপুরা): আন্তর্জাতিক মাদক বিরোধী এবং চোরচালান বিরোধী দিবস হিসেবে পালন করা হয় ২৬ জুন।

এই দিবস উপলক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ভিডিও বার্তায় রাজ্যবাসীর উদ্দ্যেশে বলেছেন, বিজেপি ও আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে।

রাজ্য থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ হয়েছে।  

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের দেখতে পেলেই জনপ্রতিনিধিদের বা থানাতে খবর দিন।  

প্রতিবছর রাজ্যে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করা হলেও করোনা পরিস্থিতির কারণে এবছর তা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।