ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হোলির আনন্দে মাতোয়ারা আগরতলাবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, মার্চ ২৯, ২০২১
হোলির আনন্দে মাতোয়ারা আগরতলাবাসী

আগরতলা (ত্রিপুরা): সোমবার (২৯ মার্চ) অন্যান্য জায়গার মতো ত্রিপুরা রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে রঙের উৎসব হোলি। এদিন সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষরা বন্ধু-বান্ধব ও আত্মীয়-পরিজনদের নিয়ে রং খেলায় সামিল হয়েছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে রং খেলার উন্মাদনা বাড়তে থাকে। আবিরসহ অন্যান্য রং দিয়ে একে অপরকে সাজিয়ে দিচ্ছেন। তবে এ বছর আগরতলা শহরের প্রকাশ্য জায়গায় যেমন রাস্তাঘাট, পার্ক ইত্যাদি এলাকায় রং খেলার দৃশ্য প্রায় নেই।  

এদিকে পশ্চিম জেলা প্রশাসন থেকে জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে। সেসঙ্গে মোটরসাইকেলে একাধিক ব্যক্তির চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ হোলি উপলক্ষে উন্মুক্ত অবস্থায় মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা এড়াতে এ বছর রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

এরপরও মানুষ নিজেদের মতো করে বাড়ির ভেতরে বা বন্ধ জায়গাতে রং খেলায় সামিল হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।