ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিলিগুড়িতে ভূমিকম্প আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
শিলিগুড়িতে ভূমিকম্প আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে একজনের মৃত্যু

কলকাতা: কলকাতাসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় রাজ্যের শিলিগুড়িতে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামার সময় পড়ে সম্রাট দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে পড়েন শিলিগুড়ির শান্তিনগরের সম্রাট।

এ সময় হুড়োহুড়ি করে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে যান তিনি। তখন সিঁড়িতে পড়ে আতঙ্কিত সম্রাটের মৃত্যু হয়।  

এর আগে ভারতীয় স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এতে পশ্চিমবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়িসহ রাজ্যের আশপাশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।  

পাশাপাশি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমেও দুলতে থাকে পরিবেশ-প্রতিবেশ। শুধু রাজ্যে নয়। এদিন সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ভূ-স্বর্গ জম্মু-কাশ্মীরও। একই সঙ্গে প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, আসম ও মেঘালয় ছাড়াও পাশের দেশ ভুটানেও কম্পন অনুভূত হয়।  

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৫।  কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কে বহুতল থেকে রাস্তায় নেমে আসেন অফিসকর্মীরা।  

জানা গেছে, আসামের সাপদগ্রামের কাছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিলো ভূমিকম্পের উত্সস্থল।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
ভিএস/ওএইচ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।