ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুষমা স্বরাজের সফল কিডনি প্রতিস্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
সুষমা স্বরাজের সফল কিডনি প্রতিস্থাপন

ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে দিল্লির এইমস হাসপাতাল সূত্রে জানা গেছে। 

কলকাতা: ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে দিল্লির এইমস হাসপাতাল সূত্রে জানা গেছে।  

শনিবার (১০ ডিসেম্বর) এ অস্ত্রোপচার করা হয়।

 
 
প্রায় পাঁচ ঘণ্টা অস্ত্রোপচারের পর কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। এইমস হাসপাতালের ডিরেক্টর ডা. এম সি মিশ্র, ভি কে বানসল, ভি সিনু ও সন্দীপ মহাজনসহ চিকিৎসকদের একটি দল এ অস্ত্রোপচার করেন।
 
বর্তমানে সুষমা স্বরাজকে আইসিসিইউ-তে রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহ পর ভারতের বিদেশমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।