ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা চলচ্চিত্র উৎসবে সেলফি দিচ্ছেন তারকারাও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, নভেম্বর ১, ২০১৬
কলকাতা চলচ্চিত্র উৎসবে সেলফি দিচ্ছেন তারকারাও

কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবে সেলফি ফেস্টিভ্যালের আয়োজন করেছে কর্তৃপক্ষ। উৎসাহীদের অনুরোধ করা হয়েছে তারা যেন নিজেদের সেলফি তুলে কর্তৃপক্ষকে পাঠান।

 

নিয়ম হিসেবে বলা হয়েছে, চারটি সেলফি পাঠাতে হবে। এই চারটি সেলফিতে থাকবে চার ধরনের মুখের ছবি। কোনো ছবিতে থাকবে হাসি, কোথাও বা অবাক হওয়া আবার কোথাও থাকবে অন্য কোনো মুখভঙ্গি।

ছবিগুলো ব্যবহার করা হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের পোস্টারে। ইতিমধ্যেই প্রচুর সেলফি জমা পড়েছে। সাধারণ দর্শকদের সঙ্গে সেলফি জমা দিয়েছেন তারকারাও।

মঙ্গলবার (১ নভেম্বর) ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে সেলফি দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বা দা)। এ প্রসঙ্গে প্রসেনজিৎ তার বার্তায় লিখেছেন। ‘অটোগ্রাফ অনেক হলো এবার ফটোগ্রাফ’।

এর আগেই সেলফি দিয়েছেন নায়িকা পায়েল সরকার, মিমি চক্রবর্তী, নায়ক অঙ্কুশসহ আরও অনেকে।

আগামী ১১ নভেম্বর (শুক্রবার) শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব-২০১৬। চলবে ১৮ নভেম্বর (শুক্রবার) পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১ নভেম্বর , ২০১৬
ভিএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।