ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দীপাবলি উপলক্ষে আইসিপিতে ছুটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪১, অক্টোবর ২৮, ২০১৬
দীপাবলি উপলক্ষে আইসিপিতে ছুটি ঘোষণা

আগরতলা: দীপাবলি উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশ’র মধ্যে সব ধরনের বাণিজ্যিক কাজকর্ম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আগরতলা এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশন’র সম্পাদক হাবুল বিশ্বাস বাংলানিউজকে জানান, আগরতলার ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) কর্মরত সব কর্মী ও শ্রমিক যাতে দেওয়ালির আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য  ছুটি ঘোষণা করেছেন।

ওইদিন আগরতলা থেকে কোনো ধরনের পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে যাবে না। একইভাবে বাংলাদেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক রাজ্যে আসবে না।

প্রসঙ্গত, প্রতি শুক্রবার আগরতলা আইসিপিতে সাপ্তাহিক ছুটি থাকে।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসসিএন/ আরআইএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।