ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কালীপূজায় আতশবাজি থেকে রেহাই পেতে ‘ইয়ার প্ল্যাগ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, অক্টোবর ২৭, ২০১৬
কালীপূজায় আতশবাজি থেকে রেহাই পেতে ‘ইয়ার প্ল্যাগ’

কলকাতা: সরকারিভাবে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি। কালীপূজায় কোনোভাবেই বাজি ফাটানো যাবে না বলে জানিয়েছে প্রশাসন।

তবুও পূজার কয়েকদিন আগে থেকেই বিভিন্ন জায়গায় আতশবাজি ফাটানো হচ্ছে।

শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজা।
 
এরই মধ্যে কলকাতার বিভিন্ন এলাকা থেকে আতশবাজি ফাটানোর খবর আসছে। এছাড়া বিভিন্ন জেলা থেকেও এরকম খবর আসতে শুরু করেছে।
 
আতশবাজির শব্দ থেকে রেহাই পেতে কলকাতার মানুষরা অনেকেই ‘ইয়ার প্ল্যাগ’ কেনার দিকে ঝুঁকছেন। ওষুধের দোকানগুলোতে খোঁজ করছেন ইয়ার প্ল্যাগের।  

প্রত্যেক বয়সের লোকেরাই ইয়ার প্ল্যাগ ব্যবহারের দিকে জোর দিয়েছেন। ইয়ার প্ল্যাগ ব্যবহার করলে কানে কোনো শব্দ পৌছবে না।
 
যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য শব্দ যথেষ্ট ক্ষতিকারক। এর ফলে তারাও ইয়ার প্ল্যাগ কিনছেন। কলকাতার বিভিন্ন দোকানে ১০০ রুপি থেকে ৩০০ রুপি পর্যন্ত ইয়ার প্ল্যাগ বিক্রি হচ্ছে।
 
অনলাইন কেনাকাটার ওয়েবসাইট গুলোতেও ইয়ার প্ল্যাগের চাহিদা আছে বলে জানতে পারা গেছে। অনেকেই পরিবারের প্রত্যেকের জন্য একটি বা দুটি করে ইয়ার প্ল্যাগ কিনে ফেলেছেন। তবে প্রশাসনের তরফে সতর্ক করে জানান হয়েছে শব্দ বাজির অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এস.এস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।