ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আ’লীগের সম্মেলনে যাচ্ছেন তৃণমূল, সিপিএম, কংগ্রেস নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
আ’লীগের সম্মেলনে যাচ্ছেন তৃণমূল, সিপিএম, কংগ্রেস নেতারা

কলকাতা (ভারত): আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও জাতীয় কংগ্রেসের নেতারা যাচ্ছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের পক্ষে থেকে ভারতের রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সূত্র জানায়, আওয়ামী লীগের সম্মেলনে তিন সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে জাতীয় কংগ্রেস।

তিন সদস্যের প্রতিনিধি দলে থাকছেন- জাতীয় কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, মৌসম বেনজির নূর ও গোলাম নবী আজাদ।

প্রদীপ ভট্টাচার্য জানান, ‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো। সেই ধারা বজায় রেখেই আমরা ওখানে যাচ্ছি’।

জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানা গেছে, (২১ অক্টোবর) শুক্রবার তারা রওনা দেবেন ও ফিরবেন ২৩ অক্টোবর।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয়  সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬

ভিএস/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।