ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্যে আশুরা পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, অক্টোবর ১২, ২০১৬
ত্রিপুরা রাজ্যে আশুরা পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন ১০ মহররম। মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আশুরা।

দিবসটি উপলক্ষে বুধবার (১২ অক্টোবর) বিকেলে আগরতলার দক্ষিণ রামনগর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক জুলুস ও শোকযাত্রা বের হয়।

শোকযাত্রায় প্রচুর সংখ্যক বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। জুলুস ও শোকযাত্রা রাজধানী আগরতলার বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে আবার দক্ষিণ রামনগরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এসসিএন/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।