ঢাকা, রবিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

উড়ালসেতু নির্মাণ সংস্থার বিরুদ্ধে খুনের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
উড়ালসেতু নির্মাণ সংস্থার বিরুদ্ধে খুনের মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় উড়ালসেতু নির্মাণের দায়িত্ব প্রাপ্ত সংস্থা আইভিআরসিএল’র বিরুদ্ধে হত্যা মামলাসহ, হত্যা চেষ্টা ও অরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। ভারতীয় দণ্ড বিধির ৩০২, ৩০৭ ও ১০২-বি ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

 

ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা খুনের মামালার ক্ষেত্রে ব্যবহার হয়। ৩০৭ ধারা খুনের চেষ্টা ও ১২০-বি ধারা অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হবে। পরে ঠিক হয় সরাসরি খুনের মামলা করা হবে।

এর আগেই কলকাতায় নির্মাণ সংস্থার সবকটি অফিস সিল করে দেয় কলকাতা পুলিশ। সংস্থাটির কেন্দ্রীয় অফিসেও তারা অভিযান চালান।

জানা গেছে, নির্মাণ সংস্থার কলকাতা অফিসের কর্মকর্তারা পলাতক রয়েছেন। তাদের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সেতু ভেঙে পড়ার পর একদিন পেরিয়ে গেলেও ঘটনাস্থলে এখনো ধ্বংসস্তুপের বিশাল অংশ সরান বাকি আছে। ধ্বংসস্তূপের নিচে আরো মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
ভি.এস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।