ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্ব যক্ষ্মা দিবসে আগরতলায় র‍্যালি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বিশ্ব যক্ষ্মা দিবসে আগরতলায় র‍্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: নানা আয়োজনের মধ্যে দিয়ে আগরতলায় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা সচেতনতা দিবস।

দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্প এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।



প্রকল্পের ত্রিপুরার প্রধান রাবেল হেমেন্দ্র কুমারের উপস্থিতিতে শোভাযাত্রাটি শহরের আইজিএম মোড়ের টিবি অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্বাস্থ্য দফতরের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাবেল হেমেন্দ্র কুমার বলেন, সাধারণ মানুষকে যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতন ও ভ্রান্ত ধারণা দূর করতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।