ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

কলকাতা: ইডেনের আকাশে জমেছে কালো মেঘ। আর এই কালো মেঘকে ভয় পাচ্ছেন ভারত-পাকিস্তানের ক্রিকেটার, আয়োজক থেকে দর্শকরা।

শেষ মুহূর্তে টিকিটের চাহিদা আকাশ ছুঁয়েছে। মনে করা হচ্ছে, একটি চেয়ারও খালি থাকবে না স্টেডিয়ামে।

কিন্তু কলকাতার আকাশে জমা মেঘ দেখে অনুমান করা যাচ্ছে, যেকোনো মুহূর্তে নামতে পারে বৃষ্টি। এদিকে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠেছে। টিকিট পাওয়া নিয়ে কয়েক দফা বিক্ষোভের মুখে পড়েছেন আয়োজকরা।

কিন্তু বর্তমানে সব থেকে বেশি চিন্তার কারণ হয়েছে বৃষ্টি। যদিও বৃষ্টি শুরু হয়নি। তবে, আকাশে যে মেঘ জমা হয়েছে, সেক্ষেত্রে আশঙ্কা কোনো ভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

একই রকম কথা জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের মুখে। তারাও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় আকাশের অবস্থা কী হয়, সেদিকেই তাকিয়ে সবাই।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ভিএস/পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।