ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমান হাসপাতালে দু’দিনে মারা গেছে ৭ শিশু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১১

কলকাতা: রাজ্যে শিশু মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য সরকার যথেষ্ট বিব্রত। তার মধ্যেই এবার কলকাতার পর বর্ধমানে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।

কলকাতার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের পর এবার বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালের গাফিলতিতে বেশ কয়েকটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭টি শিশু মারা গেছে।

মৃত শিশুদের পরিবারের দাবি- হাসপাতালে সঠিক চিকিৎসা না হওয়ায় এই শিশুরা মারা গেছে। তারা হাসপাতালের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরেই হাসপাতালে বেশ কয়েকটি মুমূর্ষ শিশু ভর্তি ছিল। তাদেরই মৃত্যু হয়েছে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাদের বাঁচানো যায়নি।
 
এদিকে, গত দু’দিনে ৭টি শিশু মৃত্যুর ঘটাকে কেন্দ্র করে শিশুদের স্বজনরা রোববার বিক্ষোভে ফেটে পড়েন।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।