ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় আলুর বাম্পার ফলনে চাষির মুখে হাসি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ত্রিপুরায় আলুর বাম্পার ফলনে চাষির মুখে হাসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: এ বছর ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় এলাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। মহকুমার বড়দোয়াল, মোহনভোগ, বৈরাগীবাজারসহ অন্যান্য এলাকায় আলুর ফলন বেশ ভালো হওয়ায় বেজায় খুশি কৃষকরাও।



সম্প্রতি ওই এলাকা ঘুরে এবং কৃষকদের সঙ্গে কথা বল এমনটাই জানা গেল।

বড়দোয়াল এলাকার আলু চাষি জলেশ মিয়া বাংলানিউজকে জানান, এ বছর তিনি মোট দেড় কানি (১২০ ডেসিমেল) জমিতে আলু চাষ করেছিলেন। এরমধ্যে মোট দেড়শ’ বস্তা আলু উৎপাদিত হয়েছে।

‘জমিতেই পাইকারি দরে প্রতি কেজি আলু ১১ থেকে সাড়ে ১১ রুপিতে বিক্রি হচ্ছে। ’

আলু বিক্রির প্রায় ৭০ শতাংশই তার লাভ হবে বলে জানান জলেশ মিয়া।

আলু চাষের আগে তিনি এই জমিতে কফি চাষ করেছিলেন। কফি তোলার পর  আলু লাগান। এখন আলু উৎপাদনের পর শশা চাষের জন্য জমি তৈরি করছেন বলে জানান জলেশ মিয়া।

তবে তিনি অভিযোগ করেন, রাজ্যের কৃষি দফতর থেকে সময় মতো সারসহ কীটনাশক পাওয়া গেলে চাষিদের লাভের পরিমাণ আরও বাড়তো।

সরকারি দফতর থেকে সার ও কীটনাশক না পাওয়ায় তা খোলা বাজার থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে জানান এই কৃষক।

এ বছর আলুর বাম্পার ফলন হওয়ায় জলেশ মিঞার মত মহকুমার অন্যান্য চাষিদের মুখেও চওড়া হাসি।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।