ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির দু’দিন ব্যাপী বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ মার্চ) বর্ধিত এ অধিবেশন শেষ হয়।



এদিন বিকেলে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর সংবাদ সম্মেলন ডেকে অধিবেশনের বিষয়বস্তু তুলে ধরেন।

তিনি জানান, সারাদেশে শক্তিশালী ও বৈপ্লবিক সিপিআই (এম) দল গড়ে তোলার আহ্বান জানানো হয়েছিল কলকাতা প্লেনামে। বিষয়টি নিয়ে আলোচনা হয় অধিবেশনে।

বর্ধিত এ অধিবেশনে মোট ৩৯৫ জন কমরেড অংশ নিয়ে নেন। ৩২ জন প্রতিনিধি আলোচনা করেন। এর মধ্যে ছয়জন মহিলা প্রতিনিধি ছিলেন বলে জানান বিজন ধর।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।