ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

জমির ইজারা পেলো ত্রিপুরায় ৬৭২৬ পরিবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
জমির ইজারা পেলো ত্রিপুরায় ৬৭২৬ পরিবার

আগরতলা: বনাধিকার আইনে ২০১৫-১৬ অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত ত্রিপুরার সিপাহীজলা জেলার ছয় হাজার ৭২৬টি পরিবারকে ৮১০৫ দশমিক ২৭২৩ হেক্টর জমির ইজারা দেওয়া হয়েছে।

এর মধ্যে জেলার অন্তর্গত বিশালগড় মহকুমার ৩১৩ জনকে ২৮৯ দশমিক ২৯৪ হেক্টর, সোনামুড়া মহকুমার ৩২৪৫ জনকে ৩৬৯৫ দশমিক ১৯৪ হেক্টর ও জম্পুইজলা মহকুমায় ৩১৬৮ জনকে ৪২২০ দশমিক ৭৮৪৩ হেক্টর জমির ইজারা দেওয়া হয়।



পাশাপাশি আরও ১১ হাজার ৭৯৯ জনকে ইজারা দেওয়ার উদ্যোগ চলছে। সেই সঙ্গে ইজারাপ্রাপ্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হচ্ছে।

সিপাহীজলা জেলার জেলা শাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।