ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ‘আসাম রাইফেলস’ কর্মসূচির উদ্বোধন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আগরতলায় ‘আসাম রাইফেলস’ কর্মসূচির উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আসাম রাইফেলস বাহিনীর’র ১৮১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুটি কর্মসূচির উদ্বোধন করলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার (০৮ মার্চ) দুপুরে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে পতাকা নেড়ে কর্মসূচি দুটির আনুষ্ঠানিক সূচনা করেন।



এই কর্মসূচি দুটি হলো- আগরতলার নন্দননগরের ফ্রেন্ড স্কুলের ২৫জন মূক ও বধির ছাত্র-ছাত্রীদের জাতীয় সংহতি মূলক ভ্রমণ কর্মসূচি এবং আগরতলা থেকে মেঘালয় রাজ্যের শিলং পর্যন্ত আসাম রাইফেলস বাহিনীর ১০ জওয়ানের বাই সাইকেল অভিযান।

অভিযানকালে জওয়ানরা স্বচ্ছ ভরত অভিযান কর্মসূচিও পালন করবে।

বাহিনীর সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে ৪ শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে মূক ও বধির ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি দলটি দিল্লী, আগ্রা, জয়পুর, শিলং প্রভৃতি জায়গা ঘুরে দেখবে। পাশাপাশি ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিদলটি ভারতের রাষ্ট্রপতি সহ সেনা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবে।

সব শেষে ছাত্র-ছাত্রীদের দলটি আগামী ২৩ মার্চ শিলং’এর আসাম রাইফেলস’র ১৮১তম প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।