ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা বিমানবন্দরেও সতর্কতা জারি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আগরতলা বিমানবন্দরেও সতর্কতা জারি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের গুজরাট ও পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে জঙ্গি হামলার হুমকির ঘটনায় এবার আগরতলা বিমানবন্দরেও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।  

এরই অংশ হিসেবে মঙ্গলবার (০৮ মার্চ) থেকে বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশের টিকিট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।



সংশ্লিষ্ট সূত্র বলছে, ভারতের বিভিন্ন অঞ্চলে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। এরই প্রেক্ষিতে আগরতলা বিমানবন্দরেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ।

বাড়ানো হয়েছে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সি আই এস এফ জওয়ানের সংখ্যাও।

বিমানবন্দরের টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন।

কর্মকর্তারা জানান, নিরাপত্তা জোরদারে বিমানবন্দরে প্রবেশকারী যাত্রীদের ব্যাগ ও লাগেজ তল্লাশিও করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।