ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার এডিসি ভিলেজ কাউন্সিল ভোটের গণনা চলছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ত্রিপুরার এডিসি ভিলেজ কাউন্সিল ভোটের গণনা চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: শনিবার (২৭শে ফেব্রুয়ারি) ত্রিপুরার এডিসি এলাকার ৫২৮টি ভিলেজ কাউন্সিলের ৩ হাজার ৬৯৫টি আসনে ভোটের ফল প্রকাশিত হচ্ছে।

এদিন সকাল ৮টা থেকে মোট ৫১টি কেন্দ্রে গণনা শুরু হয়।

দুপুর ১২টা বাজতেই বিভিন্ন গণনা কেন্দ্র থেকে ভোটের ফল আসতে শুরু হয়।

প্রত্যাশিতভাবে এবারও এডিসি ভিলেজ কাউন্সিলগুলির অধিকাংশ আসন বামফ্রন্টের দখলে আসতে থাকে। জয়ের খবর আসতেই ভিলেজে ভিলেজে বামফ্রন্ট কর্মী-সমর্থকরা নিজেদের মধ্যে লাল আবির খেলায় মেতে ওঠেন।

বিজয়ী প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকায় বিজয় মিছিলও করেন দলের কর্মী-সদস্যরা। এদিকে বামফ্রন্টের পাশাপাশি আইপিএফটি দলও কিছু কিছু এডিসি ভিলেজ কাউন্সিলের আসন দখল করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।