ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ঝড়-বৃষ্টিতে ত্রিপুরার খোয়াইয়ে ব্যাপক ক্ষতি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ঝড়-বৃষ্টিতে ত্রিপুরার খোয়াইয়ে ব্যাপক ক্ষতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: রাতে হঠাৎ ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরার খোয়াই জেলার বিস্তীর্ণ এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের পশ্চিম ঘিলাতলীর মণিপুরি পাড়া এলাকার ওপর দিয়ে বৃষ্টি সহ ঘূর্ণিঝড় বয়ে যায়।

এ ঝড়ে এলাকার প্রায় ২৫টি ঘর ভেঙে পড়েছে। পাশাপাশি এলাকার স্কুল ও একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। সেই সঙ্গে ভেঙে গেছে গাছপালাও।

খবর পেয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) এলাকা পরিদর্শনে যান খোয়াই জিলা পরিষদের সদস্য সুভাষ নাথ, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্তদের পক্ষে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।