ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ভিলেজ কাউন্সিলের ভোটগ্রহণ চলছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ত্রিপুরায় ভিলেজ কাউন্সিলের ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকার ৫২৮টি ভিলেজ কাউন্সিলের ৩ হাজার ৬৯৫টি আসনে ভোটগ্রহণ চলছে।

বুধবার(২৪ ফেব্রুয়ারি) ভারতীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন দীর্ঘ হতে থাকে। ভোটকেন্দ্রগুলোতে উৎসবের আমেজে বিরাজ করতে দেখা গেছে। অনেক বয়স্ক ভোটারকে দেখা গেছে, পরিবারের সদস্যদের সহায়তায় ভোটকেন্দ্রে এসেছেন।

এ নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে মোট ৫১টি গণনা কেন্দ্রে শুরু হবে এ নির্বাচনের ভোট গণনার কাজ।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএম

**  ত্রিপুরায় ৫২৮টি ভিলেজ কাউন্সিলের ভোট গ্রহণ বুধবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।