ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা ভিলেজ কমিটির নির্বাচনের প্রচারণা শেষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ত্রিপুরা ভিলেজ কমিটির নির্বাচনের প্রচারণা শেষ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সোমবার (২২ ফেব্রুয়ারি) ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচনে সরব প্রচারণা শেষ হয়েছে। শেষ দিনেও তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি।



এদিকে সরব প্রচারের শেষ দিনও জনসভা করলেন সি পি আই (এম) এর পলিট ব্যুরো সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সোমবার পশ্চিম জেলার অন্তর্গত মান্দাই এলাকায় সি পি আই
(এম) এর প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান বক্তা ছিলেন তিনি।

বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য মুখ্যমন্ত্রী সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান ।

এদিনের সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে, এ ডি সি’র মুখ্য নির্বাহি সদস্য রাধাচরন দেববর্মা সহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।