ঢাকা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ত্রিপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।



আলোচনা সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনের প্রথম সচিব মোহম্মদ মনিরুজ্জমান, বিদ্যালয় শিক্ষাদপ্তরের সচিব ড. কে রাজেশ্বর রাও, মধ্য শিক্ষাদপ্তরের অধিকর্তা ড. পি কে গোয়েলসহ অন্যান্যরা।

এ সময় ড. প্রফুল্লজীৎ সিনহা বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার আগে থেকেই ত্রিপুরা রাজ্যের সর্বস্তরের মানুষ এ দিবস পালন করে আসছে।

আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনের প্রথম সচিব মোহম্মদ মনিরুজ্জমান তার বক্তৃতায় ২১ ফেব্রুয়ারির প্রেক্ষাপট তুলে ধরেন।

এদিকে, ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম প্রেসক্লাব ও সাব্রুম নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগেও পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জীতেন্দ্র চৌধুরী, বিধায়ক রীতা কর মজুমদার, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রুমা মজুমদারসহ সাব্রুম প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই ভাষা শহিদদের স্মৃতিতে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।