ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে পালিত মাতৃভাষা দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে পালিত মাতৃভাষা দিবস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতাস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনে প্রতিবছরের মত এবারও সারা দিনব্যাপী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করা হচ্ছে।

প্রভাত ফেরির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন উপ হাইকমিশনের কর্মকর্তা ও উৎসাহী বাংলা ভাষাপ্রেমীরা।



এরপর উপ হাইকমিশনের ভেতরের শহীদ বেদিতে পুষ্প অর্পণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এর শ্রদ্ধা অর্পণ করা হয়। শহীদদের স্মরণ করে তাদের সম্মান জানাতে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য আজ সারাদিন বাংলাদেশ উপ হাইকমিশনের দ্বার উন্মোচন করে রাখা হবে।

শহীদ বেদিতে পুষ্প অর্পণ করে, ভাষা শহীদদের সম্মান জানান উপ হাইকমিশনের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গরা। এরপর  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

সারাদিন ধরেই কমিশন প্রাঙ্গণে চলবে বিভিন্ন অনুষ্ঠান। আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও।

এছাড়াও শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে কলকাতার নন্দন-রবীন্দ্র সদন চত্বরসহ বিভিন্ন প্রান্তে ২১ ফেব্রুয়ারি  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৩২৭ ঘণ্টা,২১ ফেব্রুয়ারি, ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।