ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেসের সঙ্গে জোটে ঘুরিয়ে সায় সিপিএম-এর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
কংগ্রেসের  সঙ্গে  জোটে ঘুরিয়ে সায় সিপিএম-এর

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রস্তাব আসলে বিবেচনা করে দেখবে সিপিএম নেতৃত্ব। এমনটাই কেন্দ্রীয় কমিটির বৈঠকে স্থির হয়েছে বলে সূত্রের মাধ্যমে জানা গেছে।

তবে জাতীয় কংগ্রেসের কথা সরাসরি না বললেও যে কোন ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে এক সাথে লড়াই করার কথা বলেছে সিপিএম।

এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘোষিত জোট না হলেও এক ধরনের রাজনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই কথা আলোচনা হয়েছে।

এখন দেখার বিষয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে কোন প্রস্তাব আনুষ্ঠানিকভাবে আসে কি না। তবে রাজনৈতিক মহলের ধারণা সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্বের এই পদক্ষেপ জোটের সম্ভাবনার দিকেই নির্দেশ করছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ভিএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।